• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 লক্ষ্মীপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২০ পিএম;
 লক্ষ্মীপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান
 লক্ষ্মীপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরা বন্ধে লক্ষ্মীপুরে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট মাছ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।.

অভিযানকালে দেড় লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা ইলিশগুলো অসহায় ব্যক্তি ও স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।.

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী এবং কোস্ট গার্ডের প্রতিনিধি।.

মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় আজ মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।.

এই নিষেধাজ্ঞা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য এক থেকে দুই বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ